ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬২৬ বার
অন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জন। এরমধ্যে ১০ জন শিশুও রয়েছে। সর্বশেষ হামলায় গুড়িয়ে গিয়েছে ১৩ তলা বিশিষ্ট গাজা টাওয়ার। ইসরায়েলি বিমান থেকে ফেলা বোমার আঘাতে ১৩ তলা ভবন গুড়িয়ে গিয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি। হামলার আশঙ্কায় আগে থেকেই মানুষ নিরাপদস্থলে সরে গিয়েছিল। এছাড়া সোমবারের হামলার ঘটনায় তিনজন ইসরায়েলি মারা গিয়েছে।
এদিকে হামলার জবাবে ইসরায়েলের তেল আবিব শহর লক্ষ্য করে অন্তত ১৩০টি রকেট হামলা চালানো হয়েছে। সোমবারের হামলা ছাড়াও রমজান মাসের শেষ শুক্রবার ফিলিস্তিনিরা আল আকসা মসজিদে জড়ো হলে তাদের উপর রাবার বুলেট নিক্ষেপ, টিয়ারগ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ।
গত কয়েকদিনের ফিলিস্তিনিদের উপর সহিংসতাকে ২০১৭ সালের পর সবচেয়ে তীব্র বলা হচ্ছে।