ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভারতে দৈনিক সংক্রমণ আরও কমলো

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৯০ বার


ভারতে দৈনিক সংক্রমণ আরও কমলো

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত কয়েক দিন ধরে কমছে করোনা শনাক্তের সংখ্যা। শনিবার দৈনিক শনাক্ত নেমেছিল তিন লাখ ২৬ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমলো। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও তিন লাখ ১১ হাজার ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

দৈনিক সংক্রমণ কমলেও ফের বেড়েছে দৈনিক মৃত্যু। শনিবার দৈনিক মৃত্যু নেমেছিল চার হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় তা ফের চার হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় চার হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ মে রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা শনাক্তের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জন। এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৭০ হাজার ২৮৪ জনের।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৮ লাখ ৩২ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ১৪৩ জনের। অন্যদিকে এক দিনে ১৭ লাখ ৬২ হাজার ৫৮৫ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১৮ কোটি ২২ লাখ ২০ হাজার ১৬৪ জনকে টিকা দেওয়া হয়েছে।


   আরও সংবাদ