ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে পাঁচবিবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৭১ বার


রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে পাঁচবিবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: পাঁচবিবিতে দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে সচেতন সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে বিকেলে পাঁচবিবির তিন মাথায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন সাংবাদিক সমাজের আহবায়ক পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক (অব:) আজাদ আলী। বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আমার সংবাদের প্রতিনিধি এস,এম, রুহুল আমিন, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি এস,এম, শামীম হোসেন, পৌর প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি প্রভাষক আহসান হাবিব, দৈনিক মুক্ত সকালের প্রতিনিধি আমিনুল ইসলাম দুলাল, দৈনিক সাথমাথার প্রতিনিধি আবু হাসান।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বার্তার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সকালের খবরের প্রতিনিধি হাসিব মন্ডল, খবর পত্রের প্রতিনিধি বাবুল হোসেন, সকালের আনন্দের প্রতিনিধি মতিয়ার রহমান, দৈনিক সংবাদ কনিকার প্রতিনিধি ইদ্রিস আলী, পিপিসির প্রতিনিধি সাজেদুর রহমান টিটু, জেটিভির প্রতিনিধি আসাদুজ্জামান মুকুল, জি বাংলার প্রতিনিধি আব্দুল কাইয়ুম মাষ্টার, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি আল কারিয়া চৌধুরী, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি সুলতান মাহমুদ, অপরাধ চোখ ২৪ বিডির প্রতিনিধি হারুনুর রশিদ, পল্লী টিভির প্রতিনিধি সবুজ, জুয়েল, প্রমুখ।


   আরও সংবাদ