ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মাছ কেনা নিয়ে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষ, আহত শতাধিক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার


মাছ কেনা নিয়ে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় মাছ ক্রয় করা নিয়ে বাগবিতণ্ডার জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় লাখাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

স্থানীয়রা জানান, বিকেলে বাজারে মাছ ক্রয় করা নিয়ে উপজেলার স্বজনগ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে কামাল মিয়ার সঙ্গে একই গ্রামের আবু মিয়ার ছেলে জিলু মিয়ার বাগবিতণ্ডা হয়।

পরে সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দুপক্ষের শতাধিক লোক আহত হয়। পরে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন।

ওসি বন্দে আলী বলেন, বাজারে মাছ কেনাবেচার সময় কথা কাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।  


   আরও সংবাদ