ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ সুজন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৫৫ বার


করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ সুজন

ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। নমুনা প্রদানের পর পিসিআর টেস্টে তার নমুনার ফলাফল পজিটিভ এসেছে। নিজের করোনা আক্রান্তের খবর গণমাধ্যমকে সুজন নিজেই জানিয়েছেন।

সুজন জানান, কয়েকদিন ধরেই ঠাণ্ডাজনিত অসুস্থতা বোধ করছিলেন তিনি। সাবধানতাবশত টিম হোটেলে যাননি। নমুনা পরীক্ষার পর শুক্রবার রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।  তার বর্তমান অবস্থা শারীরিকভাবে স্থিতিশীল আছে।

বাংলাদেশ দলের বর্তমান টিম লিডার সুজন। তবে করোনা আক্রান্তের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে টাইগারদের সঙ্গে কাজ করা হচ্ছে না সুজনের। 

গতকালই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল খালেদ মাহমুদের। ঠাণ্ডাজনিত অসুস্থায় জৈব সুরক্ষা বলয়ে এদিন যোগ দেননি তিনি। ঘরের মাঠে সিরিজ বলে সুজনের জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। 


   আরও সংবাদ