ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৪৩ বার
শিক্ষা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রুটিন দায়িত্বে থাকা ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর ড. আজিজুর রহমান।
তিনি জানান, চলতি বছরের ১৬ আগস্ট ২০২১ তারিখে ‘সি’ ইউনিট, ১৭ আগস্ট ‘এ’ ইউনিট ও ১৮ আগস্ট ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিন শিফটে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ৩০ মিনিট, দুপুর ১২টা থেকে ১টা ও বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ru.ac.bd দেখা যাবে। এর আগে রাবির স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ১৪ জুন থেকে ১৬ জুনের মধ্যে নেওয়ার ঘোষণা দিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।