ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮০৫ বার


শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন

শিক্ষাঃ স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জামালপুরের সকল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত ঘন্টাব্যপী মানববন্ধনে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবু সাইদ পলাশ, আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়ালেখার পরিবর্তে মোবাইল ফোনে গেমস খেলাসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। তাই তাদের ভবিষ্যৎ রক্ষায় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।


   আরও সংবাদ