ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নতুন ইতিহাসের হাতছানি টাইগারদের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭১৫ বার


  নতুন ইতিহাসের হাতছানি টাইগারদের

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের সামনে নতুন ইতিহাসের হাতছানি। শ্রীলঙ্কার বিপক্ষে আজ জিতলেই ঘুচিয়ে যাবে দীর্ঘদিনের আক্ষেপ। ক্রিকেটের অন্যতম পরাশক্তি শ্রীলঙ্কার বিপক্ষে অনেক সুখস্মৃতি আছে টাইগারদের। তবে তাদের বিপক্ষে কখনই ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই সিরিজ বিজয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের, সেই সাথে গড়া হবে নতুন ইতিহাসও। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ৩৩ রানে।

পরিসংখ্যানে দেখা যায়, শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ৮টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা জিতেছে ৬ সিরিজ। দুটি সিরিজ ১-১ এ অমীমাংসিত থেকে গেছে।

চলতি সফরে বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই বাংলাদেশে খেলতে এসেছে লঙ্কানরা। অন্যদিকে বাংলাদেশ নেমেছে পূর্ণ শক্তি নিয়ে। আইপিএল ফেরত সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান রয়েছেন দলে। প্রথম ওয়ানডেতে বেশ দাপঠের সঙ্গে খেলেছে টাইগাররা। তাই আজ সিরিজ জয় নিশ্চিত করে ইতিহাস গড়লে অবাক হওয়ার কিছুই থাকবে না।


   আরও সংবাদ