ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৭৯ বার
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি নেতাদের হত্যার ব্যাপারে ইসরায়েল সম্প্রতি যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অবরুদ্ধ গাজা উপত্যকার অন্যতম প্রধান প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আল-নাখালা।
তিনি বলেছেন, “যে-ই আমাদের নেতাদের হত্যা করুক না কেন তেল আবিবের ওপর ক্ষেপণাস্ত্র বৃষ্টিবর্ষণ করে আমরা তার জবাব দেব।” ইসরায়েল এর আগে বিভিন্ন সময় ফিলিস্তিনের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যা করেছে এবং নতুন করে ফিলিস্তিনি নেতাদের হত্যার হুমকি দিয়েছে।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ার পর ইসরায়েল ফিলিস্তিন নেতাদের গুপ্ত হত্যার হুমকি দেয়। গাজা যুদ্ধে ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে চার হাজারের বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে বাধ্য হয়ে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে। তবে ফিলিস্তিনি নেতাদের গুপ্ত হত্যার হুমকি দেয়।
এই হুমকির জবাবে জিয়াদ আল-নাখালা বলেন, “পাপিষ্ট শত্রুরা যা মনে করেছে আমরা তার চেয়ে বর্তমানে অনেক বেশি শক্তিশালী। প্রতিরোধকামী সংগঠনগুলো চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তাদের লড়াই অব্যাহত রাখবে।”