ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শ্রমিকদের উপর দিয়ে ট্রেন চলে গেলে নয়জন প্রাণ হারান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৩৮ বার


 শ্রমিকদের উপর দিয়ে ট্রেন চলে গেলে নয়জন প্রাণ হারান

আন্তর্জাতিক ডেস্ক: চীনের গেনসু প্রদেশে রেললাইন মেরামতের কাজ চলার সময় দ্রুতগতির একটি ট্রেন শ্রমিকদের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই নয়জন শ্রমিক প্রাণ হারান। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, শুক্রবার (গতকাল) স্থানীয় সময় ভোর ০৫:২৫ এর দিকে (জিএমটি ২১:২৫) জিনচাং সিটিতে ওই দুর্ঘটনা ঘটে। শ্রমিকদের উপর দিয়ে চলে যাওয়া ট্রেনটি উরুমশি থেকে হংঝউ যাচ্ছিল। দুর্ঘটনার পর চিকিৎসা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। কার বা কাদের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে প্রশ্নের ঝড় উঠেছে। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন।

এক উইবো ব্যবহারকারী লেখেন, যদি সেখানে রেললাইন মেরামতের কাজই চলছিল, তবে তো ট্রেন চালকের সেই তথ্য জানা থাকার কথা। কীভাবে এই ঘটনা ঘটলো? নয়টি তাজা প্রাণ ঝরে গেলো! অন্য আরেকজন দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি দাবি করে লেখেন, কে দায়ী এবং সে কী করছিল?


   আরও সংবাদ