ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভারতে হচ্ছেনা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭১৩ বার


ভারতে হচ্ছেনা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এমন সিদ্ধান্তই নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এছাড়া চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্তের জন্য আইসিসির কাছে আরো সময় চেয়েছে বিসিসিআই।

ভারতের সিদ্ধান্তের আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বললেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে না। আইপিএলের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপও সরিয়ে নেওয়া হবে আরব আমিরাতে। এর পেছনে কারণ হিসেবে সেপ্টেম্বর-অক্টোবরের বৃষ্টির কথা উল্লেখ করেছেন এহসান মানি।

পাকিস্তানি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এহসান মানি আরো বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটা ভারতে হওয়ার কথা ছিল, সেটা এখন আরব আমিরাতে চলে যাচ্ছে। আইপিএলের বাকি ম্যাচগুলোও তো আরব আমিরাতে নিতে বাধ্য হয়েছে ভারত।’

পিএসএল আমিরাতে নেওয়া প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘পাকিস্তানের সামনে আর কোনো উপায় ছিল না। তাই বাধ্য হয়েই পিএসএলের বাকি ম্যাচগুলো আমিরাতে নেওয়া হয়েছে।’


   আরও সংবাদ