ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু কাল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৪৩ বার


স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু কাল

শিক্ষা: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি অনলাইনে আবেদন শুরু হবে আগামীকাল মঙ্গলবার (৮ জুন)। এ আবেদন নেয়া হবে ২২ জুন পর্যন্ত। করোনা মহামারী অব্যহত থাকলে আগামী ২৮ জুলাই প্রথম বর্ষের অনলাইনেই ক্লাস শুরু হবে।

এছাড়া প্রথম বর্ষের প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে আগামী ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। একইভাবে আগামী ১২ আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে এবং যথাসময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা করা হবে।

তিনি বলেন, করোনার কারণে এমনিতেই এই প্রক্রিয়া কয়েক মাস পিছিয়েছে। করোনা মহামারিতে শিক্ষার্থীরা এমনিতে নানান ফ্রাস্টেশনে ভুগছেন। তাদের মধ্যে যাতে কোন হতাশা না থাকে, অন্তত তারা ভাবতে পারেন যে লেখা পড়ার মধ্যে তারা আছেন। আর এজন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।


   আরও সংবাদ