ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৬৬ বার
আন্তর্জাতিক ডেস্ক: ১৫ মাস বয়সী ইরানি শিশু আরতিন ইংলিশ চ্যানেলে এক নৌকাডুবিতে নিখোঁজ হয়েছিল। এখান থেকে বহুদূরে নরওয়ের উপকূলে তার মরদেহের অবশিষ্টাংশ মিলেছে।
জানা গেছে, শিশুটির পরিবার ইংলিশ চ্যানেল হয়ে ফ্রান্সে যাওয়ার চেষ্টা করেছিল। সেসময় নৌকাডুবিতে আরতিনের পরিবারের আরো চারজন মারা যায় আর ২৭ অক্টোবর নিখোঁজ হয় আরতিন। পরে ১ জানুয়ারি এক শিশুর দেহ উদ্ধার করেছিল নরওয়ে পুলিশ। ডিএনএ প্রোফাইলের মাধ্যমে এতদিন পর সোমবার (৭ জুন) পুলিশ জানিয়েছে, এটি আরতিনেরই লাশ। এখন শিশুটির দেহাবশেষ দাফনের জন্য ইরানে ফিরিয়ে দেওয়া হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশ তদন্তের প্রধান ক্যামিলা টিজেলে ওয়েজ জানিয়েছেন, দেহটি পাওয়ার পর তারা দেখতে পান নরওয়েতে এই বয়সী কোনো শিশু নিখোঁজ হয়েছে এমন কোনো রিপোর্ট নেই। এমনকি কোনো পরিবার পুলিশে যোগাযোগও করেনি। শিশুটির দেহের ওভারওলটিও নরওয়েজিয়ান ব্র্যান্ডের ছিল না। এটি ইঙ্গিত দেয় যে শিশুটি নরওয়ের নয়। পরে ফরেনসিক ডিপার্টমেন্ট দেহটির ডিএনএ প্রোফাইল তৈরি করে।