ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৩৩ বার
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির বিরুদ্ধে নতুন করে আরও একটি দুর্নীতির মামলা করেছে দেশটির সামরিক সরকার।
এছাড়া সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধেও দুর্নীতির মামলা করা হয়।
মিয়ানমারের সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট’-এর বরাতে সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দেশটির দুর্নীতি দমন কমিশন বলছে, দাতব্য সংস্থা ‘দাউ কিন চে ফাউন্ডেশনে’র জমি অপব্যবহার করেছেন সু চি ও তার দলের লোকেরা। এই অভিযোগের পাশাপাশি অবৈধভাবে অর্থ ও স্বর্ণ গ্রহণের অভিযোগ আছে সু চির বিরুদ্ধে।
ওই সংবাদমাধ্যমে বলা হয়েছে, সু চি তার ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তাই তাকে দুর্নীতি দমন আইনের ৫৫ ধারায় অভিযুক্ত করা হয়। এই আইনে দোষী সাব্যস্ত হলে তার জন্য ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তারপর থেকেই গৃহবন্দি আং সান সু চি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আর্থিক দুর্নীতি, ভোটে কারচুপি এমনকি ভোটপ্রচারে করোনাবিধি ভাঙারও অভিযোগ রয়েছে নোবেলজয়ী এই নেত্রীর বিরুদ্ধে।