ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভারতের ঐতিহাসিক স্থান তাজমহল খোলা হলো আজ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৮৩ বার


ভারতের ঐতিহাসিক স্থান তাজমহল খোলা হলো আজ

আন্তর্জাতিক ডেস্ক: আজ থেকে ভারতের ঐতিহাসিক স্থান তাজমহল পর্যটকদের জন্য খোলা হয়েছে। তবে তাতে প্রবেশের জন্য টিকিট করতে হবে অনলাইনে। তাজমহলের দর্শকসংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে। একসঙ্গে কেবল ৬৫০ দর্শক ঢুকতে পারবেন সেখানে। খবর হিন্দুস্তান টাইমসের। 

আগ্রা জেলা ম্যাজিস্ট্রেট প্রভু এন সিং বলেন, করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে পর্যবেক্ষক দল মোতায়েন থাকবে। একসময় একসঙ্গে শুধুমাত্র ৬৫০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রতিদিন তিনবার জীবাণুমুক্ত রাখতে পরিষ্কার করা হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে এবং কোনো কিছু স্পর্শ করা যাবে না। 

গত ১৬ এপ্রিল করোনা সংক্রমণরোধে ঐতিহাসিক স্থাপনা তাজমহল পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়। এর আগে গত বছর করোনা মহামারির প্রথম ঢেউয়ের সময় ঐতিহাসিক এ স্থাপনাটি ১৭ মার্চ বন্ধ হয়ে ২১ সেপ্টম্বর খোলা হয়েছিল।
সূত্র : হিন্দুস্তান টাইমস 


   আরও সংবাদ