ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গর্ভাবস্থায় নারীদের অ্যালকোহল পান নিষিদ্ধ করা উচিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯৩৯ বার


গর্ভাবস্থায় নারীদের অ্যালকোহল পান নিষিদ্ধ করা উচিত

লাইফস্টাইল: অ্যালকোহল সংক্রান্ত ক্ষতি এবং এর ক্ষতিকর ব্যবহারের দিক তুলে ধরে বিশ্বের সব দেশের প্রতি এ বিষয়ে সচেতনা বৃদ্ধির আহ্বান জানিয়েছে গ্লোবাল অ্যালকোহল অ্যাকশন প্ল্যান।  খবর ডেইলি মেইলের। তবে পানীয় সংক্রান্ত শিল্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।  তাদের মতে, হুর প্রস্তাব পুরুষতান্ত্রিক। প্রস্তাবনায় বলা হয়, অ্যালকোহল পান করলে বিভিন্ন রোগ বৃদ্ধির ঝুঁকি থাকে, মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়, কর্মক্ষমতা লোপ পায় এবং সম্পর্ক নষ্ট হয়। 

তবে সবচেয়ে ভয়ের বিষয় হলো— অ্যালকোহল পান করলে নারীর গর্ভস্থ শিশুর অঙ্গহানি হওয়ার আশঙ্কা থাকে। এতে মায়ের গর্ভে থাকা অবস্থায় শিশুর বৃদ্ধি কম হয়, বিকৃত মৌখিক আকৃতির হয়, শিক্ষাগ্রহণ এবং আচরণগত সমস্যা দেখা দেয়। 

ব্রিটেনের মেডিকেল অফিসাররা বলছেন, অন্তঃসত্ত্বা বা সন্তান ধারণ করতে যাচ্ছেন এমন নারীর উচিত অ্যালকোহল পান একেবারে ছেড়ে দেওয়া। তবে ব্রিটেনের অ্যালকোহল ব্যবসায়ী পরিষদ পোর্টম্যান গ্রুপের ম্যাট ল্যাম্বার্টের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগজনক এ প্রস্তাবের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই।

 


   আরও সংবাদ