ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পদ্মায় অভিযান, ২০ হাজার মিটার জাল জব্দ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


পদ্মায় অভিযান, ২০ হাজার মিটার জাল জব্দ

মাদারীপুর: নিষেধাজ্ঞার শুরুতেই জেলার শিবচর উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার ট্রলার থেকে চারটি ব্যাটারি, দুইটি কন্ট্রোলার, ২০ হাজার মিটার জাল জব্দসহ পাঁচজনকে আটক করা হয়েছে।  

শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত ১২টা থেকে ভোর পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায় উপজেলা মৎস্য অফিস।

 

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞার প্রথম প্রহরেই উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের নেতৃত্বে নৌ পুলিশ ও মৎস্য অফিসের একটি দল পদ্মা নদীতে অভিযান চালায়।  

এ সময় অসাধু পাঁচ জেলেসহ জাল ও ব্যাটারি, কন্ট্রোলার ও মাছ জব্দ করা হয়। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শিবচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, রাত ১২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালানো হয়। জেলেদের আটকসহ জাল ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। ইলিশ সংরক্ষণে কঠোর অভিযান চলবে।

মা ইলিশ রক্ষায় ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনায় নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার।  


   আরও সংবাদ