ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জেলা আওয়ামী লীগের বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৫৯ বার


জেলা  আওয়ামী লীগের বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজনীতি ডেস্ক: ত্রিবার্ষিক সম্মেলনের সাত মাস পর লালমনিরহাট জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) ঘোষিত এ কমিটিতে ৭৪টি পদে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে লালমনিরহাট জেলায় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওইদিন সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মতিয়ার রহমানের নাম কণ্ঠভোটে পাস হলে পুনরায় তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। উপস্থিত ছিলেন– আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সমাজকল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ। এ সময় সহসভাপতি পদে নজরুল হক পাটোয়ারী ভোলা, সিরাজুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা স্বপনের নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, চলতি মাসের গত বুধবার (১৬ জুন) ৭৫ সদস্য বিশিষ্ট লালমনিরহাট জেলা শাখার প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে অনুমোদনের জন্য উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি। বুধবার প্রস্তাবিত কমিটির মধ্যে ১৬ নম্বর ক্রমিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিতর্কিত একজনের নাম কেটে দিয়ে সভাপতি শেখ হাসিনার নির্দেশে বৃহস্পতিবার কমিটির অনুমোদন দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অনুমোদিত জেলা কমিটিতে পদ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন– সভাপতি মোতাহার হোসেন(হাতীবান্ধা); সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম(আদিতমারী), সিরাজুল হক(আদিতমারী), নজরুল হক পাটোয়ারী ভোলা(লালমনিরহাট), নজরুল ইসলাম রাজু(লালমনিরহাট), মোহাম্মদ আলী(আদিতমারী), সেকেন্দার আলী(লালমনিরহাট), খোরশেদ আলম দুলাল(লালমনিরহাট), মাহবুবুজ্জামান আহমেদ(কালীগঞ্জ), গজেন্দ্রনাথ বর্মণ(হাতীবান্ধা), মকবুল হোসেন(পাটগ্রাম), রিয়াজুল ইসলাম রিন্টু(লালমনিরহাট); সাধারণ সম্পাদক মতিয়ার রহমান(লালমনিরহাট); যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল(লালমনিরহাট), গোলাম মোস্তফা স্বপন(লালমনিরহাট)।


   আরও সংবাদ