ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্বেচ্ছাসেবক দলের ৬ ইউনিটে নতুন কমিটি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮২৫ বার


স্বেচ্ছাসেবক দলের ৬ ইউনিটে নতুন কমিটি

রাজনীতি ডেস্ক: সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৬টি ইউনিটে নতুন কমিটি দেয়া হয়েছে। সংগঠনটির দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে সিলেট বিভাগীয় সাংগঠনিক টিম এবং সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে সুনামগঞ্জ জেলার ৬টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলার সভাপতি মো. শামসুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. মনাজ্জির হোসেন এসব কমিটি সমূহ অনুমোদন করেন।

সুনামগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ:

১। সুনামগঞ্জ সদর উপজেলা: আহ্বায়ক; আবুল কাসেম দুলু, সদস্য সচিব; অ্যাডভোকেট দিপংকর বণিক সুজিত। যুগ্ম আহবায়ক-১. মুজাব্বির হোসেন অপু ২. ইমরান হোসেন ৩. তানভীর আহমেদ ৪. মঈনুল ইসলাম ৫. আবুল কালাম ইমন ৬. মো. ছাদিকুর রহমান শামীম ৭. আব্বাস আলী ৮. হুমায়ুন আহমদ ৯. ফখরুল ইসলাম ১০. ওমর আলীসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা: আহ্বায়ক; ফরমান উদ্দিন, সদস্য সচিব; জিয়া উদ্দিন। যুগ্ম আহ্বায়ক-১. কামাল পারভেজ সাজন ২. জামাল আবু নাসের ৩. সুয়েব আহমদ ৪. আব্দুল হাই আহাদ রাহী ৫.বিশ্বজিৎ দে বিরাজ ৬. শাহিনুর আলম তুহিন ৭. আলমগীর হোসেন ৮. শহিদ নূর ৯. বাবুল মিয়াসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩। ছাতক উপজেলা: আহ্বায়ক; বাকী বিল্লাহ, সদস্য সচিব; আবিদুর রহমান আবিদ। যুগ্ম আহ্বায়ক-১. মাসুক আহমদ ২. মো. তোফায়েল খান বিপন ৩. আশরাফুল ইসলাম ৪.মো. সুলেমান মিয়া ৫. রাহেল আহমদ ৬. জাহাঙ্গীর আলম রাসেল ৭. হেলাল আহমদ ৮. সাইফুল ইসলাম ৯. মো. হিফজুর রহমান মামুন ১০. রাজু আহমদ সাদ্দামসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৪। ছাতক পৌর: আহ্বায়ক; মো. আবুল হোসেন, সদস্য সচিব; শংকর কুমার দাস। যুগ্ম আহ্বায়ক-১.মো. মতিউর রহমান ২. মো. খলিল উদ্দিন ৩. আলাল আহমদ ৪. এম শাহরিয়া তারেক ৫. অ্যাডভোকেট এ টি এম ফয়সাল ৬. গোলাম দস্তগীর জীবন ৭. মো. সমছু মিয়া ৮. মো. দিলোয়ার হোসেন ৯. মো. রফিক আলীসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৫। দোয়ারাবাজার উপজেলা: আহ্বায়ক; এরশাদুর রহমান, সদস্য সচিব; শামীম পাশা রিগেন। যুগ্ম আহ্বায়ক-১. মো. হাবিবুর রহমান হাবিব ২. আব্দুল মতিন ৩. রোয়াব আলী ৪. রুবেল আহমদ ৫. মনির উদ্দিন ৬. কাওছার আলম ৭. মো. মোশারফ হোসেন মজুমদার ৮. মো. শুকুর আলী ৯. সাইফুল ইসলাম জনিসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৬। বিশ্বম্ভরপুর উপজেলা: আহ্বায়ক; মোক্তার হোসেন ভূইয়া, সদস্য সচিব; রনেল তালুকদার। যুগ্ম আহ্বায়ক-১. মিজানুর রহমান ২. সেলিম আহমদ ৩. আল আমিন ৪. সুজা উদ্দিন তালুকদার ৫. দুলাল মিয়া ৬. ইসমাঈল হোসেন ৭. সামছুল আলম ৮. ফজলুর রহমান ৯. মো. আলী হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ ইউনিট সমূহে কর্মীসভা করে কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।


   আরও সংবাদ