ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চুলের যত্নে উপকারী আম

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৫৯ বার


চুলের যত্নে উপকারী আম

লাইফস্টাইল: চুলে অতিরিক্ত কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার করে আমাদের চুল অনেক রুক্ষ হয়ে যায়। অনেকের অতিরিক্ত চুল পড়ে-আগা ফেটে যায়, এছাড়াও আরও কত সমস্যা এই গরমের সময়।

তবে চুলের সব সমস্যার সমাধান এখন কিন্তু হাতের কাছেই রয়েছে। তাও আবার সাধ্যের মধ্যেই। জানেন তো, চুলের যত্নেও জুড়ি নেই আমের।  আম ভিটামিন এ, সি এবং ই-এর খুব ভালো উৎস। আরও আছে পলিফেনল, যা একটি অ্যান্টি-অক্সিডেন্ট। যা চুল পড়া রোধ করে। চুলের খুশকি দূর করে। চুল হয় ঘন-মশৃণ।  

রুক্ষ ও নিষ্প্রাণ চুলের জন্য ডিপ কন্ডিশনিং জরুরি। নরম মসৃণ চুল পেতে একটা মাঝারি সাইজের পাকা আমের পাল্পের সঙ্গে দুই টেবিল চামচ টক দই আর একটা ডিমের কুসুম মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার তালু ও পুরো চুলে ভালোভাবে মেখে অপেক্ষা করুন ৪০ থেকে ৪৫ মিনিট।

এরপর কুসুম গরম পানি ও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। প্যাকটি সপ্তাহে এক দিন লাগালেই যথেষ্ট।


   আরও সংবাদ