ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জিম্বাবুয়েকে ৪৭৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৩৬ বার


জিম্বাবুয়েকে ৪৭৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

ক্যারিয়ারের অষ্টম টেস্টে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম। আজ হারারে টেস্টের চতুর্থ দিন মধ্যাহ্ন ভোজের পরপর তিনি সেঞ্চুরি তুলে নেন। তার সঙ্গী নাজমুল হোসেন শান্তও মারমুখী খেলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। এ দুজনের সেঞ্চুরিতে স্বাগতিক জিম্বাবুয়েকে ৪৭৭ রানের কঠিন টার্গেট দিল বাংলাদেশ। ১ উইকেটে ২৮৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারী বাংলাদেশ। 

সাদমান ১৯৬ বলে ১১৫ ও শান্ত ১১৮ বলে ১১৭ রান করেন। সাদমান ৯ বাউন্ডারিতে সাজান ইনিংসটি। আর মারমুখী শান্ত ৫ বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছেন ৬টি। তার শেষ ছক্কার পরই ইনিংস ঘোষণা করেন মুমিনুল হক। প্রথম ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ভর করে ৪৬৮ রান তোলে বাংলাদেশ। এরপর সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে ২৭৬ রানে অলআউট করে অতিথি দলটি। প্রথম ইনিংসে পাওয়া ১৯২ রানের লিডটা বাড়িয়ে সাড়ে চারশ পার করিয়েছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। উদ্বোধনী জুটিতে সাদমান ইসলাম ও সাইফ হাসান ৮৮ রান তুলে বিচ্ছিন্ন হন। সাইফকে ফেরান রিচার্ড এনগারাভা। এরপর সাদমান ও নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেট জুটিতে অবিশাস্য খেলে বাংলাদেশের লিডটা বড় করেন।  


   আরও সংবাদ