ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাকিবকে নিয়ে আশাবাদী তামিম

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭০৫ বার


সাকিবকে নিয়ে আশাবাদী তামিম

ক্রীড়া ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাট কিংবা বল কখন, কার বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠবে- সেটা বলা মুশকিল। কিন্তু নিষেধাজ্ঞা থেকে ফিরে আসার পর ব্যাটে-বলে অনেকটাই নিশ্চুপ এই টাইগার ক্রিকেটার। তবে এতে মাথা ব্যথা নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল খানের। সাকিবকে নিয়ে আশাবাদী তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশের জার্সিগায়ে মাঠে নামেন সাকিব। বল হাতে প্রথম ইনিংস পেয়েছিলেন চার উইকেট। আর দ্বিতীয় উইকেটে পান একটি উইকেট। দুই ইনিংসে বল হাতে পাঁচটি উইকেট পেলেও ব্যাট হাতে নিষ্প্রভ তিনি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে করেছেন মাত্র ৩ রান। পরের ইনিংসে ব্যাট করেননি। এমতাবস্থায় অনেকে দুশ্চিন্তা করলেও সাকিবকে নিয়ে তেমনটা ভাবছেন না তিনি।

গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়াকালে সাকিব নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘তাকে(সাকিব) নিয়ে একটা ফোঁটাও দুশ্চিন্তা নেই। সাকিব অত্যন্ত অভিজ্ঞ একজন ক্রিকেটার। আর ওর ভালো ফর্মে ফেরাটা আমার কাছে মনে হয় মাত্র একটা শট দূরেই আছে। ও একটা ভালো শট খেলবে এবং ছন্দে ফিরে আসবে। এটা সে আগেও অনেকবার করেছে। আমি নিশ্চিত, বর্তমানে এবং ভবিষ্যতেও অনেকবার করবে। নেটে অনেক পরিশ্রমও করছে সে। ফর্মে ফেরাটা তার জন্য শুধুই সময়ের ব্যাপার। তার সেরাটা খুব তাড়াতাড়িই আবার দেখা যাবে বলে আমার বিশ্বাস।’

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব খেললেও খেলেননি দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। পুরোনো ব্যথা আবারো দেখা দিলে কিছুদিন বিশ্রামেই ছিলেন তিনি। তবে সাদা জার্সিতে তাকে দেখা না গেলেও ওয়ানডে দলে তামিমকে ঠিকই দেখা যাবে বলে জানা যায়। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৬ জুলাই


   আরও সংবাদ