ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৬৮ বার
শিক্ষা: নানা জল্পনা কল্পনার মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও মিরপুর বাঙলা কলেজ) শিক্ষার্থীদের টিকা পাওয়ার বিষয়টি। এতদিন সাত কলেজ শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা ইউজিসি কোনও ধরনের নোটিশ বা নির্দেশনা দেয়নি। ফলে টিকা পাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা।
এবার সাত কলেজের নিজ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের টিকা দেওয়ার লক্ষ্যে কলেজ ভিত্তিক শিক্ষার্থীদের টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের নিমিত্তে সরকারের সংশ্লিষ্ট দফতরকে তালিকা প্রদানের জন্য কলেজভিত্তিক আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে অনার্স ও মাস্টার্সের বর্ষ ভিত্তিক শিক্ষার্থীর পূর্ণাঙ্গ তথ্য দিয়ে (নাম, পিতার নাম, মাতার নাম, ক্লাস রোল ও মোবাইল নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর, এনআইডি বা বার্থ সার্টিফিকেট এর নিবন্ধন নাম্বার ইত্যাদি) টিকা নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করতে বলা হয়েছে।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য, তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন, বাংলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস খান ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের এ সকল নির্দেশনা প্রদান করেন।