ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

উপবৃত্তির সঙ্গে জামা-জুতার টাকাও পেল শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯৪৪ বার


উপবৃত্তির সঙ্গে জামা-জুতার টাকাও পেল শিক্ষার্থীরা

শিক্ষা:- ছয় মাসের উপবৃত্তির টাকার সঙ্গে জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ আরও এক হাজার টাকা দেওয়া হয়েছে প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে। মায়েদের নগদ অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের (তৃতীয় পর্যায়) পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী বলেন, নানা জটিলতায় গত বছরের ৯ মাসের উপবৃত্তি বকেয়া হয়ে যায়। এর মধ্যে এপ্রিল, মে ও জুন মাসের দ্বিতীয় কিস্তির বকেয়া টাকা গত এপ্রিলে ছাড় হয়। বাকি ছয় মাসের টাকা বিতরণ করা হলো। এর সঙ্গে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এককালীন এক হাজার টাকাও দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রতি কিস্তি (তিন মাস অন্তর) উপবৃত্তি বিতরণ করতে প্রায় ৪৫০ কোটি টাকার প্রয়োজন হয়। ওই হিসেবে দুই কিস্তির (৬ মাস) ৯০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী, প্রাথমিকের সব শিক্ষার্থীকে জামা ও জুতা কেনার জন্য এককালীন এক হাজার করে টাকা দেওয়া হয়েছে।


   আরও সংবাদ