ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টাইগারদের একাদশে এলো দুই পরিবর্তন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৫৬ বার


টাইগারদের একাদশে এলো দুই পরিবর্তন

ক্রীড়া ডেস্ক:- জিম্বাবুয়ের বিপক্ষে ষষ্ঠ হোয়াইটওয়াশের মিশনে টস জিতেছে বাংলাদেশ। হারারেতে টস জিতলেও সিরিজের শেষ এই ওয়ানডেতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। বিভিন্ন সূত্রে আগেই জানা গিয়েছিলো বাংলাদেশ দলে আসছে কিছু পরিবর্তন। সেটিই হয়েছে। 

শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। মেহেদী হাসান মিরাজ হাতের চোটে বিশ্রাম পেয়েছেন। তার পরিবর্তে সোহানকে নেওয়া হয়েছে। এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। প্রথম দুই ওয়ানডেতে গোড়ালির চোটে খেলতে পারেননি মোস্তাফিজ। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। 

জিম্বাবুয়ে একাদশে পরিবর্তন নেই। দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়ে শেষ ওয়ানডে খেলতে নামছে স্বাগতিকরা। কোনো পরিবর্তন আনেনি তারা। 

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলি মাধেভেরে, তিনেশে কামুনহুকম্বে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড নাগারাবা।


   আরও সংবাদ