ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টোকিও অলিম্পিকে প্রথম সোনা চীনের ইয়াংয়ের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮১০ বার


টোকিও অলিম্পিকে প্রথম সোনা চীনের ইয়াংয়ের

ক্রীড়া ডেস্ক:- চলছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক প্রতিযোগিতা। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতাটি এবার অনুষ্ঠিত হচ্ছে জাপানের টোকিওতে। আর এই টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতলেন প্রথমবারের মতো অলিম্পিক খেলতে আসা চীনা নারী অ্যাথলেট ইয়াং কিয়ান।

মাত্র ২১ বছর বয়সী ইয়াং অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ এবারই প্রথম পেয়েছেন। আর প্রথমবারেই বাজিমাত করেছেন তিনি। টোকিওর আসাকা শুটিং রেঞ্জে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে তিনি অর্জন করেছেন ২৫১.৮ স্কোর। যা এখন অলিম্পিকের ফাইনালে সর্বোচ্চ স্কোরের রেকর্ড।

এই ইভেন্টে দ্বিতীয় হয়ে রৌপ্যপদক জিতেছেন রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনা। কিয়ানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে গালাশিনার। তিনি পেয়েছেন ২৫১.১ পয়েন্ট। আর ২৩০.৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জপদক পেয়েছেন সুইজারল্যান্ডের নিনা ক্রিশ্চেন।


   আরও সংবাদ