ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অলিম্পিকে নতুন ইতিহাস গড়লেন হাঙ্গেরির এ তারকা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭২০ বার


অলিম্পিকে নতুন ইতিহাস গড়লেন হাঙ্গেরির এ তারকা

টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতে অলিম্পিকের খাতায় নতুন ইতিহাস লিখলেন হাঙ্গেরির তারকা ফেন্সার অ্যারন সিলাগি।

ইতালির লুইজি সামেলকে ১৫-৭ ব্যবধানে হারিয়ে ফেন্সিংয়ে স্বর্ণপদক জিতেছেন তিনি। যার সুবাদে বিশ্বের প্রথম ক্রীড়াবিদ হিসেবে ফেন্সিংয়ের কোনো এক ইভেন্টে তিনবার প্রথম হওয়ার রেকর্ড গড়লেন সিলাগি।

শনিবারের ফাইনালে লুইজি সামেলোকে হারানোর আগে সেমিফাইনালে ইরানের মোজতবা আবেদিনকেও ১৫-৭ ব্যবধানে হারিয়েছেন সিলাগি।

লন্ডন ও রিও অলিম্পিকেও স্বর্ণ জিতেছিলেন হাঙ্গেরির এ ফেন্সার। তার আগের অলিম্পিকেও স্বর্ণ জিতেছিলেন তিনি।

ইতিহাস গড়ার পর এর প্রতিক্রিয়ায় সিলাগি বলেন, ‘তৃতীয় স্বর্ণপদক গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জেতার পর আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। এটা অনেকটা স্বপ্নের মতো। আমি কী অর্জন করেছি তা বুঝতেই হয়তো কয়েক মাস লেগে যেতে পারে।’

 


   আরও সংবাদ