ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৩৪ বার
সাভার হতে অপহরণের ৪ দিন পর ১১ বছরের শিশুকে উদ্ধার করেছে র্যাব-৪। এসময় মোঃ মোছাদ্দেক আলম (২৯) নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।গত ২৪ জুলাই সকাল ১১টার দিকে সাভার মডেল থানা এলাকা থেকে ১১ বছরের শিশু স্বপ্না খাতুনকে অপহরণ করে এক যুবক। এরপর ২৬ তারিখে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাজ শুরু করে র্যাব ঘটনার দুই দিন পর অপহরকারী চক্র মোবাইল ফোনে শিশুটির পিতা-মাতার নিকট মুক্তিপণ দাবী করে এবং মুক্তিপণ না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৮ জুলাই দিনভর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। পরে সাভার মডেল থানাধীন এলাকায় অপহৃত শিশু স্বপ্না খাতুনকে উদ্ধার করা হয় ।