ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৪ ১০:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: শত্রুতার জেরে নওগাঁর সাপাহারে সাধারণ এক কৃষকের পায় ১হাজার টি ২বছর বয়সী আমগাছ কেটে অপুরণীয় ক্ষতি সাধন করেছে দুবৃত্তের দল। সম্প্রতি দু:খজনক ঘটনাটি ঘটেছে সাপাহার উপজেলার শাহবাজপুর এলাকায় জৈনক আশরাফুল ইসলামের তৈরীকৃত আমবাগানে।
এবিষয়ে বাগান মালিক উপজেলার খোট্রাপাড়া গ্রামের মৃত বাশের মন্ডল এর পুত্র মো: আশরাফুল ইসলামের থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় এক লোকের অর্থ আত্নসাত মামলায় আসামীদের বিরুদ্ধে সাক্ষি দিতে আগ্রহ প্রকাশ করায় খোট্টাপাড়া গ্রামের মৃত নজিমুদ্দীন এর পুত্র মো: আলম (৩২) ও তার আপন ভাই মো: ফারুক হোসেন (৪৫) আশরাফুলের প্রতি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকী প্রদান করেন এবং গত ২২নভেম্বর রাতের অন্ধকারে তারা অজ্ঞাতনামা বেশ কিছু জনতায় দলবদ্ধ হয়ে শাহাবাজপুর মৌজায় তার লীজকৃত ৫বিঘা জমির উপর তৈরীকৃত বারী-৪জাতের আম বাগানে প্রবেশ করে বাগানে রোপিত ২বছর বয়সী ৯শ ৭০টি বারী-৪জাতের আমগাছ কেটে অপুরনীয় ক্ষতি সাধন করে। এবারে ওই বাগান হতে আম বিক্রয় করে আশরাফুল লীজের টাকা পরিশোধ করার আশা করেছিল কিন্ত শত্রুর দল তার সে আশায় বাধসেধে বসল। সংবাদ পেয়ে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে আশরাফুল ইসলামের বাগানে গিয়ে অসংখ্য কাটা আমগাছ বাগানের জমিতে পড়ে থাকতে দেখা যায়।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক এর সাথে কথা হলে তিনি অভিযোগ পেয়েছেন আজই ঘটনা তদন্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং সঠিক তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থ নিবেন বলে জানিয়েছেন।