ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৩১ বার
পর্নকাণ্ডে গ্রেপ্তার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা এখন জেলে। এই মামলায় শিল্পার নামও বারবার উঠে এসেছে। মুম্বাই পুলিশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এ মামলায় শিল্পাকে কোন ক্লিনচিট দেওয়া হয়নি, সবরকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে স্বামীর পর্নকাণ্ডে কয়েকটি মিডিয়া ও সোশ্যাল মিডিয়া তার ভাবমূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করে ২৫ কোটি রুপির মানহানির মামলা করেছেন শিল্পা শেঠি। শুক্রবার মুম্বাই হাইকোর্টে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে।এদিন বিচারপতি গৌতম এস প্যাটেলের এজলাসে শিল্পার দায়ের করা মানহানির মামলার শুনানি হয়। এ সময় রীতিমতো আদালতের ভর্ৎসনার মুখে পড়েন শিল্পা শেঠি। পুলিশের দেওয়া তথ্য চ্যানেলে সম্প্রচার করা হলে বা সংবাদপত্রে অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হলে সেটা কিভাবে মানহানিকর? শিল্পার আইনজীবীর কাছে জানতে চান হাইকোর্ট। আদালতের সাফ বক্তব্য, পুলিশ অথবা ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে দেওয়া কোনও তথ্য পেশ করা কখনই মানহানিকর বলে বিবেচ্য হতে পারে না। সেই কারণেই এই মামলার কোনওরকম অন্তর্বতীকালীন অব্যাহতি পেলেন না শিল্পা।