নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১২০২ বার
ঝিনাইদহ-
ঝিনাইদহের হরিণাকন্ডুুতে ৩ কেজি গাঁজাসহ সুলতানা মন্ডল (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাতে উপজেলার শিতলী গ্রামে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুলতান মন্ডল ওই গ্রামের মৃত-কাজল মন্ডলের ছেলে। ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত। এর আগেও তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত দশটার দিকে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ির একটি মাটির ঘরের মেঝেতে পুতে রাখা দু‘টি পিতলের কলসিতে লুকিয়ে রাখা ১৬৫ টি পলি প্যাকে থাকা ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা জানান, গ্রেপ্তার আসামীকে মাদক মামলায় কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।