ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আড়াইশো দুস্থ পরিবারের পাশে দাঁড়াল কালের কন্ঠ শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪৭৬ বার


 আড়াইশো দুস্থ পরিবারের পাশে দাঁড়াল কালের কন্ঠ শুভসংঘ

 

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ২৫০ অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে কালের কন্ঠ শুভসংঘ। সকলের মাঝে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়েছে। এছাড়া সকলের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনামূলক পরামর্শ দেওয়া হয়।

বৃহস্পতিবার সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল বলেন, করোনা মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে। বসুন্ধরা গ্রæপ সারা দেশের দুই লাখ অসহায় পরিবারকে ত্রাণের আওতায় নিয়ে এসেছে। বর্তমান পরিস্থিতিতে এটা বসুন্ধরা গ্রুপের শ্রেষ্ঠ উদ্যোগ। তাই তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি বসুন্ধরা গ্রুপের মতো দেশের অন্যান্য বড় শিল্পগোষ্ঠীরাও যেন মানুষের পাশে এগিয়ে আসে। যেকোন ব্যাপারে আমরা বসুন্ধরা গ্রুপকে পাশে পাব সেই প্রত্যাশা করি।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, সাপাহার সদর ইউপি চেয়ারম্যান

আকবর আলী, কালের কন্ঠ'র নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম, নওগাঁ- সাপাহার পোরশা নিয়ামতপুর প্রতিনিধি তছলিম উদ্দীন,সাপাহার বণিক সমিতির সভাপতি মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারওয়ার, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা, নওগাঁ জেলার সহসভাপতি সাব্বির হোসেন, সাপাহার শাখার সভাপতি নুরুল হক মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, আকরাম হোসেন, আব্দুল আলিম, সাপাহার উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার,সাপাহার প্রেসক্লাব সভাপতি জুলফিকার আলী স¤্রাট, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, ফজলুর রহমান ও উত্তরা ইউনিভার্সিটি শাখার সাবেক সভাপতি আলমগীর হোসেন রনি।


   আরও সংবাদ