ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হেলেনা জাহাঙ্গীর ও রাজদের আরও ছয় মামলা তদন্ত করবে সিআইডি

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৪১ বার


হেলেনা জাহাঙ্গীর ও রাজদের আরও ছয় মামলা তদন্ত করবে সিআইডি

সম্প্রতি গ্রেপ্তার হওয়া সমালোচিত ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর, প্রযোজক নজরুল ইসলাম রাজ, ফারিয়া মাহবুব পিয়াসাসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের হওয়া আরও ৬ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। এ নিয়ে সিআইডি এ বিষয়ক ১৪টি মামলা তদন্ত করার দায়িত্ব পেল।

বুধবার (১১ আগস্ট) রাতে সিআইডির মুখপাত্র মো. আজাদ রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ডিএমপির থানা থেকে বুধবার রাতে ছয়টি মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এর আগে পাওয়া আটটি মামলা সিআইডি এখন তদন্ত করছে। এ নিয়ে সিআইডি এ বিষয়ক ১৪টি মামলা তদন্ত করার দায়িত্ব পেল।

এদিকে সম্প্রতি রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে চিত্রনায়িকা পরীমনিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদক, পর্নোগ্রাফি, বিশেষ ক্ষমতা আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মোট ১৫টি মামলা করা হয়েছে।

পরীমনিসহ অন্যদের মামলাগুলো প্রথমে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ তদন্ত করছিল। পরে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। পরীমনিসহ অধিকাংশ আসামিকেও তাদের কাছে হস্তান্তর করা হয়। পরীমনি, নজরুল ইসলাম রাজসহ কয়েকজন এখনো সিআইডি হেফাজতে। এসব মামলা তদন্তের দায়িত্ব চেয়ে পুলিশ সদর দপ্তরে আবেদন করেছে র‍্যাব।

এর আগে ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয় অভিনেত্রী পরীমনিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সঙ্গে চলচ্চিত্র প্রোযোজক নজরুল ইসলাম রাজের যোগসূত্র পাওয়া যায়। এরপর একইদিন নজরুলের বাসা এবং রাজ মাল্টিমিডিয়ার অফিসে অভিযান চালায় র‌্যাব। এ সময় মাদক এবং বিকৃত যৌনাচারের নানা সরঞ্জামসহ আটক করা হয় নজরুল রাজকে।


   আরও সংবাদ