বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১০১০ বার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত চলবে। ১২ অক্টোবর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক ঘন্টা আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে আবেদনকারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৯ ও ২০ তম জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যে ২৭ ও ২৮ অক্টোবর বি ইউনিট, ২৯ অক্টোবর সি ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ডি ইউনিট এবং ১ ও ২ নভেম্বর এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট বি১ ও ডি১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা বি ইউনিটের ১২ অক্টোবর, সি ইউনিটের ১৪ অক্টোবর, ডি ইউনিটের ১৫ অক্টোবর, এ ইউনিটের ১৭ অক্টোবর, বি১ ও ডি১ ইউনিটের ২১ অক্টোবর থেকে উত্তোলন করতে পারবে। প্রতিটি ইউনিটে নির্ধারিত সময়সূচি থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টার পূর্ব পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, “করোনার সংক্রমণের কারণে কয়েক দফা ভর্তি পরীক্ষা পেছানোর পর নতুন সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা আমরা প্রকাশ করেছি। আশা করছি করোনার প্রকোপ না থাকলে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”