ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৬১ বার


১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন রেজুআমতলী বিওপি এলাকায় মাদক পাচারকারী ও বিজিবির সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও বিজিবি ঘটনাস্থল থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য-৪ কোটি ২০ লাখ টাকা। 

বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন রাতের কোন এক সময়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হবে। এই খবর জানতে পেরে বিজিবি সদস্যরা উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির গোলডেবার পাহাড় এলাকায় কৌশলগত অবস্থান নেয়। 

পাচারকারীরা এখানে বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। বিজিবি সদস্যরাও সময় জানমাল রক্ষার্থে পাচারকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি বর্ষণ করে।

উভয় পক্ষের গোলাগুলির একপর্যায়ে চোরাকারবারীরা একটি ব্যাগ মাটিতে ফেলে জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ব্যাগটির ভেতর থেকে এক লাখ চল্লিশ হাজার পীস ইয়াবা উদ্ধার করে। 

উদ্ধারকৃত ইয়াবার মূল্য-৪ কোটি ২০ লাখ টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


   আরও সংবাদ