ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তালা না খুলেও বিশেষ প্রক্রিয়ায় চুরি করেন তারা!

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৩৪ বার


তালা না খুলেও বিশেষ প্রক্রিয়ায় চুরি করেন তারা!

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের চোরাইকৃত গার্মেন্টসের মালামালসহ সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময় বিপুল পরিমাণ গার্মেন্টস সামগ্রী, দুটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব।

আজ শনিবার দুপুরে র‍্যাব-৪ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে গার্মেন্টস মালামাল বিভিন্ন দেশে রপ্তানী করার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের নেওয়ার পথে কিছু কিছু কাভার্ড ভ্যান হতে প্রায় ৩৫-৪০% দামি গার্মেন্টস মালামাল উধাও হয়ে যাচ্ছে।’

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ ওই চোরাকারবারীদের চিহ্নিত করার লক্ষ্যে তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, ফ্যাক্টরি থেকে মালামাল নেওয়ার সময় পথিমধ্যে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার একটি পরিত্যাক্ত রি-রোলিং মিলসে কাভার্ড ভ্যান থামিয়ে সংঘবদ্ধ একটি চোরচক্র কাভার্ড ভ্যানের তালা না খুলে বিশেষ প্রক্রিয়ায় প্রায় ৩৫-৪০% মালামাল চুরি করছে।

তিনি আরও বলেন, ‘এমন সংবাদের ভিত্তিতে গতকাল র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার তালতলার রি-রোলিং মিলস লিমিটেডের ভেতর অভিযান পরিচালনা করে আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের চোরাইকৃত ৪১ বস্তা ও ৫০৬ কার্টুন ভর্তি গার্মেন্টস সামগ্রী, নগদ-৮২ হাজার টাকা, মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেটকার এবং ১০টি মোবাইলসহ সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্রের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত গার্মেন্টস মালামাল সমূহ সংশ্লিষ্ট পোশাক প্রস্তুতকারী সংস্থার কর্তৃপক্ষ শনাক্ত করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজুল ইসলাম (২৭), মো. জহির (৪০), মো. জনি (২৪), মো. জমির খান (৪০), মো. নুর জামান (৫৮) ও মো. তাবারক হোসেন (৩৯)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ঢাকা ও গাজীপুর থেকে বিভিন্ন দেশে রপ্তানীর গার্মেন্টস মালামাল চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করেছে।


   আরও সংবাদ