বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯১০ বার
আফগানিস্তানের অন্যতম প্রধান সংবাদমাধ্যম টোলো নিউজে আবার নারী সংবাদ পাঠকদের উপস্থিতি দেখা গেছে। যদিও গত রোববার তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেয়ার পর থেকেই আফগানিস্তানের কোনো চ্যানেলে নারী উপস্থাপিকাদের দেখা যায়নি।
তালেবান কাবুলে ঢোকার পর আফগান সংবাদমাধ্যমগুলোতে নারীদেরকে দেখা যায়নি। তখন অনলাইনে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, আফগানিস্তানের জাতীয় টেলিভিশন চ্যানেলে একজন পুরুষ উপস্থাপক খবর পড়ছেন, যার সামনে তালেবানের পতাকা রয়েছে।
তবে মঙ্গলবার টোলো নিউজের বার্তা বিভাগের প্রধান মিরাক পোপাল একটি টুইট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একজন নারী সংবাদ উপস্থাপিকা তালেবান মিডিয়া টিমের একজন সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন।
তিনি আরেকটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে হিজাব পরে এক নারী কর্মী সংবাদকক্ষের সকালের মিটিংয়ে অংশ নিচ্ছেন।
রোববার প্রায় বিনা প্রতিরোধে কাবুলে পৌঁছানোর পর তালেবান প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ দেয়। তখন থেকেই কাবুলের দেয়াল থেকে নারীদের ছবি মুছে ফেলা শুরু হয়। তালেবানশাসিত অনেক এলাকায় নারীদের চাকরি করতে বাধা দেওয়ার খবরও আসতে শুরু করেছে।
টোলো নিউজের মূল কোম্পানি মোবি মিডিয়া গ্রুপের পরিচালক সাদ মোহসেনি আজ মঙ্গলবার টুইটারে একটি বার্তায় তাদের কয়েকজন সাংবাদিকের ছবি পোস্ট করেছেন। যেখানে ক্যাপশন দিয়েছেন, ‘আমাদের সাহসী নারী সাংবাদিকরা আজ সকালে কাবুলে এসেছেন।’