বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১১৪৪ বার
কয়েক মাস আগেই শেষ হলো কান চলচিত্র উৎসব। যে উৎসবের একটি অংশ ছিল মডেলিং নিয়ে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া মডেলদের ভিড়ে আয়ারল্যান্ড থেকে যাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মাকসুদা আক্তার প্রিয়তিও ছিলেন একজন প্রতিযোগী। সবাইকে ছাড়িয়ে টপ মডেল হয়ে ইন্টেগ্রিটি অ্যাওয়ার্ড পান বাংলাদেশে জন্ম নেওয়া এই মডেল।
মাকসুদা আক্তার প্রিয়তি বলেন, একজন আইরিশ বাংলাদেশি হিসেবে আমি এখনও বিশ্বাস করতে পারছি না, যেহেতু কানের মাটিতে আমি টপ মডেলের অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আমার জন্য বিশাল ব্যাপার। এখানে ফরাসি মডেলদের পাশাপাশি বিশ্বের অনেক দেশের মডেলও ছিলেন।
প্রিয়তি আরও জানান, পেশায় একজন বৈমানিক হয়েও মডেলিংয়েই আনন্দ খুঁজে পান তিনি। সেই সঙ্গে অভিনয়েও নিয়েছেন তালিম। ভবিষ্যতে অভিনয় নিয়েও তার পরিকল্পনা জানান একটি গণমাধ্যমকে।
তিনি বলেন, আমি আসলে এটাকে খুব এনজয় করি। পরিকল্পনা বলতে বিশেষ এমন কিছু নেই যে আমি শুধু এর পেছনেই সময় দেব। যখন যখন যেটার সুযোগ পাব এবং যেটা আমার জন্য পারফেক্ট মনে হবে সেটাই আমি করব।
প্রিয়তির প্রত্যাশা মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে হেয় করবেন না। বিদ্বেষ নয়, ভালোবাসা দিয়েই একজন বাংলাদেশি যেন সবসময় পাশে থাকেন আরেক বাংলাদেশির।
এদিকে প্রিয়তির এ অর্জনে সাড়া পড়েছে সামাজিক নানা মাধ্যমে। আইরিশ ও বাংলাদেশিরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।