ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বীজধর

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫১৭ বার


বীজধর

বীজধর
কবি: পাগল হারুন

অনেক দেখেছি আমি
রহমান তুই নাই
অনেক দেখেছি অনেক খুজেছি
রহমান তুই নাই।

রহমান তুই নাই বলতো দেখি
অবুঝ শিশুর ডাকে
তোর আরশ কি কাপে নারে
নিষ্পাপ যদি থাকে।
আজকে যাহারা মায়ের জাতি 
তাদের কিঞ্চিত রাগে
আরশ কুরছি রুহু অহাব
আরোয়াতে আসে।
কেমন করে আপন মায়ে
ধ্বংস করে সারে
মায়ের কাছে মমতা নাই
কোথায় তারে খুজি।

রহমান তুই দেখনা চেয়ে
এই পৃথিবীর ভিড়ে 
হাজার পাপী পাপ করেছে
পাপীরা তার জোরে
তারা যে আজ হায়েনা হয়েছে
হয়েছে লুটতরাজ
পাপ সীমনা পারি দিয়েছে
মানুষ হয়েছে বাজ
ছোটরা করে চুরি  ডাকাত
ডাক্তার হয় দানব।
পাষান কসাই জল্লাদ ভালো
ডাক্তার বড় জম
ডাক্তার বড় জম।
আরো চলবে----


   আরও সংবাদ