ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ট্রলারসহ ভারতীয় ৪ জেলে আটক

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬০৫ বার


ট্রলারসহ ভারতীয় ৪ জেলে আটক

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি টহল ফাঁড়ি এলাকার পাকড়াতলী চর হতে বনবিভাগের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৪ জেলেসহ মাছ ধরা জাল ও ট্রলার আটক করেছে।

আটককৃত জেলেরা হলেন, ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার বাসন্তী পার্বতীপুর ২নং স্কীমের বঙ্কিম মন্ডলের ছেলে বিকাশ মন্ডল, ঝড়খালী বাসন্তীর বিবেকানন্দ পল্লী অংশের প্রফুল্ল মন্ডলের ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), ঝড়খালী বাজার বাসন্তীর সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) এবং একই গ্রামের ধীরেন সরদারের ছেলে গুরুদাস সরদার (৪৪)।

বনবিভাগ জানায়, আটককৃত ভারতীয় জেলেরা নানান কৌশলে দীর্ঘদিন বাংলাদেশের সুন্দরবন এলাকায় প্রবেশ করে অবৈধভাবে বনজ ও মৎস্য সম্পদ আহরণ করে যাচ্ছে। বন বিভাগের সদস্যরা গভীর সুন্দরবনের ওই এলাকা থেকে শনিবার বিকাল আনুমানিক ৫ টার দিকে তাদেরকে আটক করে। রোববার মামলা (পিওআর নং ০২/ পুষ্প অব ২০-২২) দিয়ে আটককৃত জেলেদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


   আরও সংবাদ