ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কারেন্ট জালে মাছ ধরায় জরিমানা

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯২৬ বার


কারেন্ট জালে মাছ ধরায় জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে অনুমোদনহীন এক করাতকল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

এছাড়া একই এলাকায় চায়না কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে একজনকে ২ হাজার টাকা এবং মাস্ক ব্যবহার না করায় তিনজনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন এ বিষয়ে বলেন, ‌‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


   আরও সংবাদ