ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পোরশায় শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরির শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯৫৮ বার


পোরশায় শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরির শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন

পোরশা মাধ্যমিক শিক্ষা অফিস প্রশিক্ষণ কক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় CRVS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরি করে UID নম্বর সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

এ প্রশিক্ষণ শালার উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব শাহ মনজুর মোর্শেদ চৌধুরী এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাজমুল হামিদ রেজা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের প্রতিটা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান সহ একজন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।

ফলে এখন থেকে প্রতিটা ছাত্রের একটা নির্ধারিত সকল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন। যাতে প্রতিটা ছাত্রের একটি করে ইউ আইডি নাম্বার থাকবে। এর মাধ্যমে তাঁর শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে সহজ হবে বলে জানা যায়।
 


   আরও সংবাদ