ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অক্টোবরের প্রথম সপ্তাহে খুলছে ঢাবির হল

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৫৩ বার


অক্টোবরের প্রথম সপ্তাহে খুলছে ঢাবির হল

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও টিকা কার্যক্রম দেখে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে শর্ত সাপেক্ষে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা শেষে প্রভোস্ট কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির গণমাধ্যমকে বলেন, হল খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি, সংক্রমণের হার হ্রাস এবং শিক্ষার্থীদের যে ভ্যকসিনেশন কার্যক্রম; এই তিনটা কাজ হলে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আবাসিক হল খুলে দেওয়া হবে। আর তখন মাস্টার্স আর অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আনা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কত শতাংশ টিকার আওতায় এসেছে সেটা নিয়ে পর্যালোচনা হয়েছে । এতে দেখা গেছে শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের হার নিম্নগামী। সে কারণে বিশ্বিবিদ্যালয় একটু চিন্তার মধ্যে আছে। ফলে আগামী ১৫ই সেপ্টম্বেরের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হয়েছে।


   আরও সংবাদ