ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কলকাতায় পাঁচ শিক্ষিকার আত্মহত্যার চেষ্টা

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৬১ বার


কলকাতায় পাঁচ শিক্ষিকার আত্মহত্যার চেষ্টা

ভারতের কলকাতায় শিক্ষা বিভাগের সদর দপ্তর বিকাশ ভবনের সামনে ৫ শিক্ষিকা আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে এই ঘটনার জেরে রাজ্যের রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। শিক্ষিকাদের প্রাণহানি না হলেও তারা ৫ জনই হাসপাতালে ভর্তি।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের বদলি নীতি বাতিল থেকে শুরু করে একগুচ্ছ দাবিতে মঙ্গলবার হঠাৎই বিকাশ ভবনের সামনে বিক্ষোভে শামিল হন বেশ কয়েকজন শিক্ষিকা। পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ব্যানারে তাদের আন্দোলনের খবর পেয়েই পুলিশ এসে হটিয়ে দিতে চায় বিক্ষোভকারীদের। কিন্তু পুলিশ হস্তক্ষেপ করতেই নাটকীয় মোড় নেয় শিক্ষক আন্দোলন। পরে ৫ শিক্ষিকাই পুলিশের সামনেই বিষ পান করেন। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই ৫ জনই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁদের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে বিজেপির অভিযোগ, শাসক দলের নোংরা রাজনীতির শিকার হচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। অযথা হয়রানি করতে বদলি করা হচ্ছে শিক্ষকদের।

বিজেপি নেত্রী ডা. অর্চনা মজুমদার বলেন, তৃণমূলের দলদাস না হলেই শিক্ষকদের বদলি করা হচ্ছে অন্যত্র। এ ছাড়াও তারা বঞ্চনার শিকার। শিক্ষার পরিবেশটাই ধ্বংস করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।

সিপিএমের সুজন চক্রবর্তীর মতে, আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের দাবি-দাওয়া শোনা রাজ্য সরকারের কর্তব্য। তাদের উপেক্ষা করা মোটেই ঠিক হচ্ছে না সরকারে। আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা হলেও এর পেছনে রাজনৈতিক প্ররোচনা রয়েছে। নিজেদের রাজনৈতিক স্বার্থের কারণে বিজেপি মানুষের জীবন নিয়ে খেলছে।


   আরও সংবাদ