বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৫০ বার
আফগানিস্তান তালেবানের অধীনে যাওয়ার পর দেশটিতে সহায়তা স্থগিত ঘোষণা করেছে বিশ্বব্যাংক।আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আফগানিস্তানে অর্থ প্রদান স্থগিত করার কয়েক দিন পরই বিশ্বব্যাংক এ ঘোষণা দিল। খবর বিবিসির
তালেবানের নিয়ন্ত্রণে আফগানিস্তানের উন্নয়ন বিশেষ করে নারীর ক্ষমতায়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, আমরা আফগানিস্তানে আমাদের সহায়তা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেছি। আমাদের অভ্যন্তরীণ নীতি ও পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করে যাচ্ছি। আফগানিস্তানের জনগণের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।
২০০২ সাল থেকে বিশ্বব্যাংক আফগানিস্তানে তাদের সহায়তা কার্যক্রম চালিয়ে আসছিল।গত শুক্রবার আফগানিস্তান থেকে বিশ্বব্যাংক তাদের কর্মীদের সরিয়ে নেয়।