ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে তালেবানের কেউ মারা যায়নি: মুখপাত্র

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৭৯ বার


বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে তালেবানের কেউ মারা যায়নি: মুখপাত্র

কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে তালেবানের ২৮ সদস্য নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন নাম প্রকাশ না করা তালেবানের এক সদস্য। কিন্তু এ তথ্য ভুল বলে দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে তালেবানের মুখপাত্র এ তথ্য জানান।

মুজাহিদ বলেন, বিস্ফোরণের ঘটনায় আমাদের কেউ হতাহত হয়নি।  যেসব স্থানে বিস্ফোরণ ঘটেছে সেসব স্থান সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সেনাদের নিয়ন্ত্রণে ছিল।

তালেবানের মুখপাত্রের তথ্য এর আগে গোষ্ঠীটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্যের দেওয়া তথ্যের সম্পূর্ণ বিপরীত।

তালেবানের ওই কর্মকর্তা বলেছিলেন, জোড়া হামলায় তালেবানের ২৮ সদস্য নিহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেছিলেন, এ ঘটনায় আমরা আমেরিকার চেয়ে বেশি মানুষ হারিয়েছি।

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বৃহস্পতিবারের পৃথক হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জন মার্কিন সেনা আর ৯০ জন আফগানিস্তানের নাগরিক।


   আরও সংবাদ