বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৩১ বার
নতুন বিশ্বরেকর্ড গড়েছেন নেদারল্যান্ডসের নারী ক্রিকেটার ফ্রেডেরিক ওভারডাইক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের কীর্তি এখন এ ডাচ পেসারের দখলে।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাই পর্বে ফ্রান্সের বিপক্ষে এই নতুন ইতিহাস লিখেছেন ওভারডাইক। ৪ ওভারের ঝড়ো বোলিংয়ে মাত্র ৩ রানের খরচায় শিকার করেন তিনি ৭ উইকেট।
২০ বছরের ফাস্ট বোলার ওভারডাইক বোল্ড করেন ছয় ব্যাটসম্যানকে। বাকি ব্যাটারকে ফেলেন এলবিডব্লিউ'র ফাঁদে।
পুরুষ-নারীদের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে এক ম্যাচে ৭ উইকেট শিকারের নতুন মাইলফলকে পৌঁছান ওভারডাইক।
তার আগুনে বোলিংয়ে ফরাসিরা গুটিয়ে যায় ৩৩ রানে। ফলে ডাচরা ম্যাচ জেতে ৯ উইকেটের বড় ব্যবধানে।