ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পাঁচবিবিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৩০ বার


পাঁচবিবিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া ছোট্ট যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আশিক রেজা। 

শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তিঁনি জানতে পারেন যে, আটাপাড়া ছোট্ট যমুনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে কিছু অসাধূ বালু ব্যবসায়ী বালু উত্তোন করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে তিঁনি ঘটনাস্থলে উপস্থিত হলে বালু ব্যবসায়ীরা কৌশলে পালিয়ে যান। 

এই সময় ঘটনাস্থল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে একটি শ্যালো মেশিন, প্লাষ্টিকের ড্রাম, পাইপ ও বাঁশ জব্দ করেন। 

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আশিক রেজা বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। সে কারণে অর্থ দন্ড বা মামলা দেওয়া সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের সরঞ্জামদি জব্দ করা হয়েছে।
 


   আরও সংবাদ