বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮০০ বার
আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে যাওয়ার পর আতঙ্ক আর অনিশ্চয়তা ঘিরে ধরেছে দেশটির নাগরিকদের।
প্রেসিডেন্ট আশরাফ গনি যেদিন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়েন সেদিনই কাবুল ত্যাগ করেন কেন্দ্রীয় ব্যাংকের তত্কালীন গভর্নর আজমাল আহমদি। এরপর থেকে বন্ধ হয়ে যায় দেশটির ব্যাংকিং কার্যক্রম। এতে ব্যাপক সংকটের মুখে পড়েছে সাধারণ জনগণ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকায় শনিবার রাজধানী কাবুলে বিক্ষোভ হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়, বিক্ষোভকারীরা দ্রুত ব্যাংক খুলে দেয়ার দাবি জানিয়েছেন। শুধু ব্যাংক নয়, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও খোলার দাবি তাদের।
তালেবানদের দখলে যাওয়ার পর দুই সপ্তাহ পেরোলেও এখনো আফগানিস্তানের ব্যাংকগুলো চালু হয়নি। এর প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। ফুরিয়ে আসছে সাধারণ মানুষের হাতে থাকা নগদ অর্থ। মুদ্রার মানের দ্রুত পতন ঘটছে। মারাত্মকভাবে বেড়ে গেছে খাবারসহ নিত্যপণ্যের দাম। ইতিমধ্যেই জাতিসংঘ ভয়াবহ মানবিক বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, আফগানিস্তানের কৃষি নির্ভর ৭ মিলিয়নের বেশি মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন।
রাজনৈতিক অস্থিরতাই শুধু আফগান নাগরিকদের আতঙ্কের কারণ নয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও) সতর্কবার্তা দিয়েছে, এবছর খরা-অনাবৃষ্টিও দেশটির নাগরিকদের ভয়াবহ সংকটের কারণ হবে।