বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৪৭ বার
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ ধরন্জী ইউনিয়ন শাখার উদ্যোগে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের মাস ব্যাপী ১৫ ইং আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকীর কর্মসূচীর অংশ হিসাবে, ধরন্জী ইউনিয়ন আওয়ামীলীগের নিয়মিত সভাপতি হিসাবে মোঃ: খবির উদ্দিন মন্ডল এর সভাপতিত্বে ৩১/০৮/২১ ইং বৈকাল ৪ ঘটিকাতে ধরন্জী কুতুবিয়া উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে, বঙ্গবন্ধুর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই শোকসভার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রথম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাঁচবিবির কৃতি সন্তান এবং প্রিয় মুখ জননেতা পাঁচবিবি পৌরসভার মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগ পাঁচবিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক, আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , সাবেক যুবলীগ নেতা যুগ্মসাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ বালিঘাটা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী যুব ও ক্রীড়া সম্পাদক উপজেলা আওয়ামীলীগ ও সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল হান্নান রনি, সাবেক ছাত্রনেতা যুবলীগ নেতা মোহাম্মদ ফরহাদ আলম জুয়েল, জাতির শ্রেষ্ঠ সন্তান সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মিছির উদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আশরাফ আলী, সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।
হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান এই বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বক্তারা বলেন ১৯৭৫ সালে ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনা অফিসার দ্বারা বর্বরোচিত হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ তাঁর গোটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুদ্ধ পূর্ববর্তী এবং পরবর্তীতে তার ভূমিকা নিয়ে নেতারা বিশদভাবে আলোচনা করেন এবং তাঁর জন্য দোয়া করেন।